মন্তব্য
ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় সন্তান দত্তক নিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। মাত্র ২৪ বছর বয়সে মা হয়েছেন তিনি। দত্তক নেওয়া প্রথম সন্তানের নাম রেনে। সেই রেনের বয়স এখন ২১।
সম্প্রতি অভিনয় দুনিয়ায় পা রেখেছেন রেনে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুট্টাবাজি’-তে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে রেনে জানান, মায়ের পথে হাঁটতে চান তিনি। সন্তান দত্তক নিতে চান রেনে।
রেনে সেন বলেন, ‘আমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দেওয়া হয়েছে। আমাকে যদি জন্মদাত্রী মা কিংবা দত্তক মায়ের মধ্যে পার্থক্য করতে বলা হয়, আমি সেটা পারব না। কারণ আমি কখনও এর পার্থক্য বুঝতে পারিনি। দত্তক আমার কাছে শুধুই একটা শব্দ।’