বিদেশি শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করেছে ইউক্রেন

০৩ মার্চ ২০২২

গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ফলে দেশটির সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। সেখানে অবস্থানরত বিদেশীদের অবস্থা আরো খারাপ। বিশেষ করে ইউক্রেনে থাকা আফ্রিকান ও এশীয় ছাত্ররা গত কয়েকদিন ধরে উদ্বেগ প্রকাশ করছেন যে, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাদের সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি হটলাইন চালু করেছে ইউক্রেন। মন্ত্রণালয় বলেছে, সীমান্ত চেকপয়েন্টগুলোয় ২৪ ঘন্টাই কাজ চলছে। সব দেশের লোকদের ‌‘আগে আসলে আগে পাবেন’ পদ্ধতিতে প্রক্রিয়া করা হবে।

 

ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফেক্সের খবরে বলা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বুধবার এক টুইটে বলেন, ‘রাশিয়ার হামলার কারণে ইউক্রেন ছেড়ে যেতে ইচ্ছুক আফ্রিকান, এশিয়ান ও অন্য দেশের ছাত্রদের জন্য আমরা একটি জরুরি হটলাইন স্থাপন করেছি। তা হলো +380934185684। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করছি। রাশিয়াকে অবশ্যই তার হামলা বন্ধ করতে হবে।

 

সূত্র : বিবিসি


মন্তব্য
জেলার খবর