মহাকাশপ্রেমীদের জন্য বৃত্তি ঘোষণা শ্বেতার

২২ জানুয়ারী ২০২১

সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে বৃত্তি ঘোষণা করলেন তার দিদি শ্বেতা সিং কীর্তি। যুক্তরাষ্ট্রে বসবাস করা শ্বেতা ৩৫ হাজার মার্কিন ডলারের একটি বৃত্তির কথা ঘোষণা করেছেন। ইউসি বার্কলেতে অ্যাস্টোফিজিক্স পড়তে আসা যে কোনো ছাত্রই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

শ্বেতা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘দ্য সুশান্ত সিং রাজপুত মেমোরিয়াল ইউসি বার্কলের জন্য ৩৫ হাজার ডলার বৃত্তির ব্যবস্থা করছে। কেউ অ্যাস্ট্রোফিজিক্স পড়তে ইউসি বার্কলে এলে এই অনুদানের জন্য আবেদন করতে পারেন।’

‌এর পরে আবেগঘন ভাষায় শ্বেতা লেখেন, ‘আমি তার কাছে কৃতজ্ঞ যে এই কাজটা সফলভাবে হতে দিয়েছে। তুমি যেখানেই থেকো ভালো থেকো। আদরের ভাই তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমরা তোমায় ভালোবাসি।’

 আনন্দবাজার পত্রিকা ও জি নিউজ


মন্তব্য
জেলার খবর