মন্তব্য
বুধবার রাতে নতুন বছরের প্রথম শিরোপা জিতেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শক্তিশালী নাপোলিকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এটি ৩৩তম দলীয় শিরোপা। দলের জয়ে প্রথম গোলটিও করেছেন রোনালদো।
আর এ গোলের মাধ্যমেই গড়েছেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অফিসিয়াল গোলস্কোরার হওয়ার রেকর্ড। নাপোলির বিপক্ষে করা গোলটি তার ক্যারিয়ারের ৭৬০ তম গোল। স্বীকৃত ফুটবলে এত গোল নেই আর কারও। নতুন ইতিহাস গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন ৭৫৯ গোল করা জোসেফ বিকানকে।