গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না

২২ জানুয়ারী ২০২১

বিএনপিকে  গুজব পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন আসার আগেই তারা লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে। তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ করা হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।  ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনা টিকা নিয়ে অপপ্রচার শুরু করেছে।  সরকারের যে কোনও প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে। তিনি বলেন, বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রি-অ্যাকটিভ। প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ হয়ে দাঁড়িয়েছে।

ওবায়দুল কাদের  বলেন, বিএনপি নেতারা চারদিকে শুধু ধ্বংস দেখতে পায়। তারা সরকারের কোনও উন্নয়ন ও অর্জন দেখতে পায় না।তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘনকুয়াশা জমেছে। বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

 

এমআই


মন্তব্য
জেলার খবর