উপহারের টিকা পৌঁছালো  ঢাকায়

২২ জানুয়ারী ২০২১

উপহারের ২০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) । প্রতিবেশে দেশ ভারত এই টিকা পাঠায়।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে  এই টিকা হস্তান্তর করেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। এর আগে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় এই টিকা।

ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মইনুল সাংবাদিকদের জানিয়েছেন, তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামঘরে টিকা সংরক্ষণ করা হবে। আমাদের ৫০ লাখ ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে।  এদিকে আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ড্রাই রান’ বা মহড়ার মাধ্যমে করোনা টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে টিকাদান কার্যক্রম শুরুর কথা জানান  স্বাস্থ্য সচিব আব্দুল মানান।

 

এমআই


মন্তব্য
জেলার খবর