দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার পতনে প্রস্তুতি নেওয়ার সময় এসছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এ সরকারকে মানুষ আর চায় না। বুধবার (১২ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির এক জনসমাবেশে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের নতুনবাজারস্থ মুনিরা ভবন মাঠে এ সমাবেশ হয়।
ড. খন্দকার মোশারফ হোসেন বলেন- দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার গণতন্ত্র হত্যার মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্রকে হত্যা করেছে।
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বলেন, তাকে বিদেশে না পাঠিয়ে আইনের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। এসময় নিঃশর্তভাবে বেগম জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের মধ্য দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া প্রমুখ।
এমকে