মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ

২২ জানুয়ারী ২০২১

মশার যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করতে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত  আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনলাইনে হয় এই সভা।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত, কঠোর উদ্যোগের ফলে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।এখন এডিস মশার প্রাদুর্ভাব না থাকলেও অন্য প্রজাতির মশা বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।  মন্ত্রী বলেন, নগরের খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারলে নগরবাসী যেমন এর সুফল পাবে, অন্যদিকে এডিস মশাসহ অন্যান্য প্রজাতির মশার প্রজননস্থল বিনষ্ট হওয়ায় মশা নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন,একই কীটনাশক দীর্ঘদিন ব্যবহারের ফলে মশা সেটাতে সহনশীল হয়ে যায়।তাই  মশা নিধনে কার্যকর ওষুধ ক্রয়ের পাশাপাশি তদারকি বৃদ্ধির তাগিদ দেন তিনি।

সভায় স্থানীয় বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর