গাড়িতে সিটবেল্ট বাঁধেন না সৌদি নারীরা

২৩ জানুয়ারী ২০২১

সৌদি আরবে প্রায় ৮৬ শতাংশ নারী গাড়ি চালানোর সময় কিংবা যাত্রীর আসনে বসলে সিটবেল্ট বাঁধেন না। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

প্রায় ৮৬ শতাংশ নারী গাড়ির চালক হিসেবে কিংবা যাত্রীর আসনে বওেস সিটবেল্ট বাঁধেননি।

তবে মোট ৪২ শতাংশ মানুষ সিটবেল্ট বেঁধেছেন। এর মধ্যে অবশ্য নারী-পুরুষ উভয়ই রয়েছে।

 সৌদি গেজেট


মন্তব্য
জেলার খবর