মন্তব্য
জো বাইডেনের শপথের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্লেন থেকে স্ত্রী মেলানিয়ার হাত ধরেই নামেন ডোনাল্ড ট্রাম্প। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফটোগ্রাফারদের সামনে ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে স্ত্রী মেলানিয়া একবারের জন্যও স্বামীর পাশে দাঁড়ালেন না। হেঁটে চলে যান। বাধ্য হয়ে একাই দাঁড়িয়ে ছবি তোলেন ট্রাম্প। সবার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
এই ভিডিওতে অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই বিয়ের প্রসঙ্গ টেনে এনেছেন। একজন লেখেন, ‘মেলানিয়া ধৈর্য হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবি তোলাও বন্ধ করে দিয়েছেন তিনি।’ আরেকজন লিখেছেন, ‘কেউ কি মেলানিয়ার মুখ দেখেছেন? ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে, বিমান ফ্লোরিডার মাটিতে নামলেই তিনি চলে যাবেন।’