প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বারো বছরের কম বয়সীদের করোনা প্রতিরোধী টিকার আওতায় আনা হচ্ছে। বয়সের আওতা কমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টিকা পাবে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থকে শিগগিরই এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন অনুষ্ঠানে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসসি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।
প্রধানমন্ত্রী বলেন, যদি ৭-৮ বছর থেকে বা ১০ বছর থেকে টিকা দিতে পারি, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে আর কোনও অসুবিধা হবে না। শিক্ষার্থীরা নিশ্চিন্তে বিদ্যালয়ে যেতে পারবে। এখন ১২ বছর পর্যন্ত এ টিকা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশের প্রায় সত্তর ভাগের কাছাকাছি মানুষ করোনা প্রতিরোধী টিকা পেয়েছেন। এ টিকা এখন সবাইকে নিতে হবে। এর আগে অনীহা দেখা গেলেও এখন মানুষের ভেতরে এ বিষয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে- যোগ করেন সরকার প্রধান।
এমকে