মন্তব্য
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড সদস্যদের নিজের হাতে রান্না করে খাবার খাওয়ালেন নয়া ফার্স্টলেডি জিল বাইডেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের হাতের রান্না করা খাবার পরিবেশন করে খাওয়ান তিনি। এ সময় ক্যাপিটল হিলের নিরাপত্তার দায়িত্ব পালন করা সব সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন।
জিল বাইডেন বলেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখায় ধন্যবাদ জানাতে এখানে এসেছি। ন্যাশনাল গার্ডের সদস্যরা পরিবার ছেড়ে তীব্র শীতে আমাদের নিরাপত্তা দিয়েছে।