মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর হঠাৎ করেই সিরিয়ায় আগ্রাসী হয়ে উঠছে নেতানিয়াহু প্রশাসন।
সিরিয়ার হামায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা। শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। ইসরাইলের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয় বলে সিরীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
২০২০ সালে সিরিয়ায় ৩৯ বার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ১৩৫টি লক্ষ্যবস্তুতে হামলার অধিকাংশই ছিল সিরীয় সামরিক বাহিনীর স্থাপনা, অস্ত্রাগার ও সামরিক বহর। লেবাননেও শিয়া সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করেও বেশ কয়েকবার হামলা চালানো হয়।
আল জাজিরা