করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ৬১৯

২৩ জানুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ১৫ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জনের।সুস্থ হয়েছেন ৪৮৭ জন করোনা রোগী।শুক্রবার (২২ জানুয়ারি)  সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয় পাঁচ লাখ ৩০ হাজার ৮৯০ জনের। এর মধ্যে সাত হাজার ৯৮১ জন মারা গেছেন।  সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৫৬১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি। শনাক্তের হার ১৫ দশমিক শূন্য চার।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৯২৪টি,পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৪৬টি। শনাক্তের হার চার দশমিক ১৭। মৃতদের মধ্যে পুরুষ ১০ জন, নারী পাঁচ জন।  বিভাগ অনুযায়ী ঢাকায়  আট জন, চট্টগ্রামে চার জন এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে  একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর