দাম কমেছে চাল ও  খোলা সয়াবিন তেলের

২৩ জানুয়ারী ২০২১

বাজারে আগের সপ্তাহের চেয়ে কমেছে বিভিন্ন ধরণের চাল,  খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম। কেজিতে চালে  ১-২ টাকা এবং খোলা সয়াবিন ও পাম অয়েলে ১০ টাকা পর্যন্ত কমেছে দাম। এক লিটারেরটা ছাড়া বোতলজাত সয়াবিন  বিক্রি হচ্ছে আগের দামেই। এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে।

 

রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, মোটা চাল বিক্রি করছেন ৪৩-৪৮ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে যার দাম ছিল ৪৫-৪৮ টাকা। চিকন চাল  ৫৫-৬৫ টাকা আর মাঝারি চাল  ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে চালের সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমে আসছে।  আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে।

এদিকে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়, গত সপ্তাহে দর ছিল ১৩০-১৩৫ টাকা। পাম অয়েল বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়, গত সপ্তাহে দাম ছিল ১১৫-১২০ টাকা। গত সপ্তাহের ১২০ টাকা কেজির  সুপার পাম অয়েল বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। এক লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেল আগের সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।  বোতল পাঁচ লিটার সয়াবিন তেল ৫৬০-৬০০ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও দাম একই ছিল। শীতের সময় সয়াবিন জমাট বেঁধে যায়। ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায়। এক্ষেত্রে কোম্পানিগুলো মিল গেটেই দাম বাড়িয়ে দেয়।

 

 

এমআই


মন্তব্য
জেলার খবর