ঘর-বাড়ি বন্দোবস্ত পাচ্ছেন ৭০ হাজার ভূমিহীন পরিবার

২৩ জানুয়ারী ২০২১

সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ৭০ হাজার  ভূমিহীন পরিবার টিনশেড পাকা বাড়ি বন্দোবস্ত পাচ্ছেন শনিবার (২৩ জানুয়ারি) । বর্তমান সরকার এই বাড়ি দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তাদের কাছে বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে নেওয়া বিশ্বের সর্ববৃহৎ এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে অসহায় ভূমিহীন এবং গৃহহীন প্রায় ৯ লাখ পরিবারের মাথা গোঁজার ঠাই হবে।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন-  দেশে কোনও মানুষ গৃহহীন থাকবে না। সরকার সব ভূমিহীন, গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। তার এই ঘোষণার পর ছিন্নমূল ও দুস্থ ভূমিহীন-গৃহহীনদের আধপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তালিকায় সারা দেশে প্রায় ৮ লাখ ৮৫ হাজারের বেশি ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ ২৯ হাজার ১৯৭, ময়মনসিংহ বিভাগে ৩৬ হাজার ৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৬১ হাজার ২৯৭, রংপুর বিভাগে ১ লাখ ৮৩ হাজার ৮৩৪, রাজশাহী বিভাগে ৯৬ হাজার ৫০৪, খুলনা বিভাগে ১ লাখ ৪২ হাজার ৪১১, বরিশাল বিভাগে ৮০ হাজার ৫৮৪ এবং সিলেট বিভাগে ৫৫ হাজার ৬২২টি। মুজিববর্ষ উপলক্ষে তালিকায় থাকা এসব ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার।

 

এমআই


মন্তব্য
জেলার খবর