ক্ষমা চাইলেন জো বাইডেন

২৩ জানুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন সদ্য নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন। তার অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসা ন্যাশনাল গার্ডের সদস্যদের অনেকেই ক্যাপিটলের কার পার্কে বিশ্রাম নিতে বাধ্য হন।

সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বের থাকা ন্যাশনাল গার্ডের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন বাইডেন।

গত বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে ন্যাশনাল গার্ডের কয়েকশ সদস্য একটি গাড়ি রাখার গ্যারেজে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর নিজ নিজ সেনাদের ডেকে পাঠিয়েছেন।


মন্তব্য
জেলার খবর