মাস পার না হতেই দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ানো হয়েছে। মান ভেদে সোনার দাম ভরি প্রতি বাড়ানো হয়েছে ২ হাজর ২১৬ টাকা থেকে ৩ হাজার ২৬৫ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ কথা জানিয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কথা বলছে তারা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে সোনার দাম বাড়ায় বাজুস।
সবশেষ বর্ধিত দর অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম পড়বে এখন প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা। দাম বাড়ানো হয়েছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটে বাড়ানো হয়েছে তিন হাজার ৯১ টাকা, দাম এখন ৭৪ হাজার ৭৬৬ টাকা। ১৮ ক্যারেটে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ১৫২ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ক্ষেত্রে বাড়ানো হয়েছে দুই হাজার ২১৬ টাকা, কেনাবেচা হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।
এমকে