মাস্ক পরলেও চেহারা নির্ণয়

২৪ জানুয়ারী ২০২১

বিমান ভ্রমণের সেক্ষেত্রে মাস্ক পরা অবস্থায় সঠিকভাবে পর্যবেক্ষণ নিরাপত্তা ব্যবস্থার এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা নিরূপণে মার্কিন নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি সায়েন্স এন্ড টেকনোলোজি ডিরেক্টরেট সংস্থা আশার বানী শুনিয়েছে।

তাদের দাবি নতুন ফেসিয়াল রিকোগনিশন মাস্কের অন্তরালেও চেহারা নির্ণয় করার সক্ষমতা দেখিয়েছে। বিমানবন্দর বা যেকোন নিরাপত্তার চেকপোষ্টে বারবার যাতে মাস্ক খোলার প্রয়োজন না পোরে সে লক্ষ্যে সায়েন্স এন্ড টেকনোলজি ডিরেক্টরেট এর ২০২০ বার্ষিক বায়োমেট্রিক টেকনোলজির র‌্যালির অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়।


 


মন্তব্য
জেলার খবর