তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান

২৪ জানুয়ারী ২০২১

চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণপশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে শনিবার অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার এতগুলো যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানিয়েছে তাইওয়ান। বিমানগুলোর মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আটটি এইচ-সিক্সকে বোমারু বিমান ও চারটি জে-সিক্সটিন ফাইটার জেট।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর