ভালো পুলিশ হওয়ার আগে ভালো মানুষ হতে হবে

২৪ জানুয়ারী ২০২১

পুলিশ বাহিনীতে কর্মরতদের উদ্দেশ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, একজন ভালো পুলিশ সদস্য হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য ভালো যতগুলো গুণাবলি আছে, সেগুলো অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে পারলেই আমরা ভালো পুলিশ সদস্য হতে পারবো। এই ভালো গুণাবলিগুলো চর্চার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের আচরণে এবং কর্তব্যে প্রতিফলন ঘটাতে হবে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকালে আর্মড পুলিশ বাংলাদেশ মাঠে ‘পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০ আইজিপি কাপ’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট বোর্ডের সভাপতি মো. মাহবুবুর রহমান।

আগামী দুই-তিন বছরের মধ্যে জাতীয় ক্রিকেট দলে পুলিশের সদস্যরা খেলবেন- আশাবাদ ব্যক্ত করে আইজিপি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম এখন পরাশক্তি। দুই-একজন পুলিশ যদি বাংলাদেশ টিমে ক্রিকেটার হিসেবে খেলতে পারে, তাহলে তারা বাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবে। পুলিশ বাহিনীতে দুই লাখ ১২ হাজারের মতো সদস্য রয়েছেন বলেও উল্লেখ করেন পুলিশ প্রধান।

আইজিপি কাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোশারফ হোসেন বিপিএম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর