বাড়লো চাল আমদানির এলসি খোলার সময়

২৪ জানুয়ারী ২০২১

বেসরকারিভাবে চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।শনিবার (২৩ জানুয়ারি)  এই তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়। সময় বাড়ানোর আগে শেষ সময় ছিল ১০ জানুয়ারি।

খাদ্য মন্ত্রণালয় বলছে,সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট  সেদ্ধ চাল(বাসমতি নয়) শর্তসাপেক্ষে আমদানি করা যাবে। আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এই সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ১ থেকে ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে।এছাড়া যেসব প্রতিষ্ঠান ৫ হাজার ১ টন থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে, তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল বাজারজাত করতে হবে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর