নার্সকে দেওয়া হবে প্রথম টিকা

২৪ জানুয়ারী ২০২১

আগামী ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসুচি শুরু হবে। প্রথমে একজন নার্সকে  দেওয়া হবে এই টিকা।ভার্চুয়ালি এই কর্মসুচির  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কথা বলছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনকালে এই কথা জানান। প্রথমে কোন নার্সকে টিকা দেওয়া হবে, তার নাম জানাননি তিনি।

স্বাস্থ্য সচিব জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে (নার্স) প্রথম করোনার টিকা দেওয়া হবে। সেখানে আরও ২৪ জনসহ মোট ২৫ জনের একটি প্রতিনিধিত্বশীল গ্রুপ থাকবে। সেই তালিকায় চিকিৎসক, নার্স, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ অন্য পেশার মানুষ যুক্ত থাকবে। ৮ ফেব্রুয়ারি সারা দেশে  টিকাদান  শুরু হবে।

আব্দুল মান্নান জানান, ২৮ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও টিকাদান শুরু হবে। এসব হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জন স্বাস্থ্যকর্মীদের দিয়েই এ কার্যক্রম শুরু হবে। টিকা দেওবার পর একসপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাদের।

 

এমআই


মন্তব্য
জেলার খবর