মন্তব্য
কক্সবাজারের সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৩২ কিলোমিটার দূরে বঙ্গপসাগরে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪ জনের মৃতদেহসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিঁখোজ রয়েছেন আরো ৯ জন। শনিবার (২৩ জানুয়ারি) এ দুুুুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের নাম ও পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা।
পুলিশ জানায়, ঘটনাস্থলে 'এফবি জানযাবি সোমকেন' নামের নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মাঝিসহ ২৬ জন ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে রওনা দেন আভিযানিক দল। নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ডের দুটি ও নৌবাহিনীর দুটি জাহাজ।
এমআই