রাশিয়া থেকে সার আনবে সরকার

০৩ মার্চ ২০২২

রাশিয়া থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২১ লাখ ২৩ হাজার ২২০ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৃহস্পতিবারের (০৩ মার্চ) বৈঠকে  এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে । অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে সার আমদানির বিষয়টি সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।

উদ্ভূত ইউক্রেন পরিস্থিতিতে যথাসময়ে সার আমদানি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক ভালো। যে আইটেমটি তাদের থেকে আনা হচ্ছে- এটি নতুন নয়। তারপরও যদি কোনো কারণে না দেয় তাহলে ভিন্ন জায়গায় খুঁজব। তার আগে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ওদের কাছ থেকেই আনার চেষ্টা করা হবে। এদিকে সুইফট ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার সাতটি ব্যাংককে বাদ দেওয়ায় পণ্য  আমদানিতে সমস্যা হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। ইউক্রেনে যুদ্ধ থেমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর