দাম বৃদ্ধির প্রস্তাব থেকে না সরলে হরতাল

০৩ মার্চ ২০২২

তেল ও গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে অবিলম্বে সরে আসতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেছেন, এ প্রস্তাব থেকে সরে না এলে অচিরেই আমরা হরতালের ডাক দেবো।  অপরাপর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি দেবো। বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। ভোজ্য তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন এ সমাবেশের আয়াজন করে।

জোনায়েদ সাকি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাকাল অবস্থা। তাই দ্রব্যমূল্যের লাগাম ধরেন। পানির দাম, গ্যাসের দাম কমাতে হবে।  তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছে- সিন্ডিকেটরা সব চালায়। তাহলে আপনারা কেন ক্ষমতায় আছেন? আসলে সিন্ডিকেটদের কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা তাদের নেতাকর্মীদের।

সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর