মন্তব্য
২০২০ সালে ইতালিতে লকডাউনের বদলতে স্বাভাবিকের তুলনায় ডিভোর্স বা বিয়েবিচ্ছেদ বেড়েছে ৬০ শতাংশ বেশি। এতে করে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ছে দেশটির লাখ লাখ পরিবার।
গত এক বছরে ইতালিজুড়ে বিয়েবিচ্ছেদ বেড়েছে ৬০ শতাংশ। দেশটির পারিবারিক আদালত একে জাতির জন্য আশঙ্কাজনক বলে মনে করেন। কারণ এমনিতেই ইতালিতে ইউরোপের মধ্যে জন্মহার অনেক কম।
গত এক বছরে বিয়েবিচ্ছেদের কারণ ৪০ শতাংশ লকডাউন, ৩০ শতাংশ পারিবারিক কলহ ও বাকি ৩০ শতাংশ অন্যান্য কারণে। অনেকে আবার ২০১৫ সালের সহজ বিয়েবিচ্ছেদ আইনকে দুষছেন।