রাতে আইফেল টাওয়ারের ছবি তোলায় বিধিনিষেধ

২৫ জানুয়ারী ২০২১

 ঘুরে দেখতে পারলেও, রাতে ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান আইফেল টাওয়ারের সামনে ছবি তোলার ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। এক্ষেত্রে আগে থেকে নিতে হবে বাড়তি অনুমতি। নয়তো হতে পারে জেল-জরিমানাও।

রাতের আইফেল টাওয়ারের ছবি তোলার ক্ষেত্রে এমন কড়াকড়ির কারণ, দেশটির পাবলিক ডোমেইনে আলোকিত আইফেল টাওয়ারের মূল নকশাটির কপিরাইট সংরক্ষণ করা। আর তাই, দিনে বৈধ হলেও, রাতের আইফেল টাওয়ারের ছবি তোলা কার্যত বেআইনি।

সূর্যাস্তের পর ১ হাজার ৫০ ফুট উচ্চতার টাওয়ারটি ২০ হাজার বাল্বের আলোয় যখন আলোকিত হয় তখন পুরো শহরের সৌন্দর্য যেন বেড়ে যায় কয়েকগুণ।


মন্তব্য
জেলার খবর