করোনায় ড. আবলা আল কাহলাওয়ির মৃত্যু

২৫ জানুয়ারী ২০২১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিসরের প্রখ্যাত ইসলাম প্রচারকারী অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ বিভাগে ইসলামি আইন বিষয়ে পড়ে সেখানেই অধ্যাপনায় যোগ দেন ড. আবলা আল কাহলাওয়ি। 

গালফ নিউজ


মন্তব্য
জেলার খবর