শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একমুখী শিক্ষার পথ তৈরি করছি। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। রোববার (২৪ জানুয়ারি) ‘রি-কভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড-১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন। আন্তর্জাতিক ‘শিক্ষা দিবস ২০২১’ উপলক্ষে রাজধানীর পলাশীতে শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন কার্যালয়ে এই সভা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে যদি মৌলিক বিষয়গুলো রাখতে পারি, সেটি এক ধরনের একমুখী শিক্ষার দিকে যাওয়ার একটি পথ তৈরি হবে। মৌলিক বিষয় ভাষা, বিজ্ঞান, গণিত, ইতিহাস ও তথ্যপ্রযুক্তি— এই ধরনের বিষয়গুলোকে যদি পড়াতে পারি, তাহলে এক ধরনের একমুখী শিক্ষার দিকে যাওয়ার একটি পথ তৈরি হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা বলছে আমরা সনদ নিয়ে চাকরি পাচ্ছি না। চাকরিদাতারা বলছেন তারা যে যোগ্যতাগুলো খুঁজছেন, সেটা তারা পাচ্ছেন না। এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অ্যাকাডেমির কো-অর্ডিনেশন ভালো হতে হবে। তাদের কী প্রত্যাশা, কী প্রয়োজন, শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের ক্ষেত্রে যে চাহিদা- সেগুলো আমরা পড়াবো। আমরা শুধু পড়াবো, সনদ দেবো তাই নয়, চাকরিতে প্রবেশের জন্য অথবা নিজে উদ্যোক্তা হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই জায়গায় আমরা নিয়ে যাবো। সে জন্য কারিকুলামটা সেভাবে তৈরি হতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল,বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশের হেড অব অফিস মিজ বিয়াট্রিস কালদুন প্রমূখ অংশ নেন।
এমআই