মানুষকে উদ্বুদ্ধ করতে হবে

২৫ জানুয়ারী ২০২১

প্রচার- প্রচারণা বাড়ানোর মাধ্যমে দেশের মানুষকে করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। একইসঙ্গে এই বিষয়ে জনগণের আস্থা অর্জনে দেশীয় ওষুধ কোম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। রোববার (২৪ জানুয়ারি) বৈঠকটি হয় সংসদ ভবনে।

বৈঠকে  সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম।কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর