মন্তব্য
সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে এখন নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি। দলটি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যক্কারজনক রাজনীতি করছে। রোববার (২৪ জানুয়ারি) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের বাসায় অনলাইন প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি টিকা সংগ্রহের আগেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করেছিল। এখন টিকার ব্যবস্থাপনা নিয়ে মিথ্যাচার করছে। দলটি জনগণের কল্যাণের কথা চিন্তা না করে যে কোনও ইস্যু নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করে। যেমনটি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও চিকিৎসার চেয়েও রাজনীতি করেছে বেশি।
এমআই