মন্তব্য
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে বাংলাদেশ জিতেছে ১২০ রানের বিশাল ব্যবধানে। সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য এটা ছিল প্রথম আন্তর্জাতিক সিরিজ। পুরো সিরিজজুড়ে তিনি অসাধারণ পারফর্মেন্স করেছেন। বল হাতে দেখা দিয়েছিলেন সেই পুরনো সাকিব। ব্যাটিং করার সুযোগ তেমন একটা হয়নি। গত ম্যাচে অপরাজিত ৪৩* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
সোমবার খেলেন ৫১ রানের ইনিংস। প্রথম ম্যাচে ৮ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৩০ রানে ২ উইকেট। আজ ১২ রানে ছিলেন উইকেটশূন্য।