মন্তব্য
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি করেন সাকিব। চার নম্বরে নেমে ৮০ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। এই ম্যাচে মাঠে নামার আগে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দেশের মাটিতে সাকিবের সংগ্রহ ছিল ৫৯৯৪ রান। দশম ওভারে কিওন হার্ডিংকে ফাইন লেগ দিয়ে চার মেরে ৬০০০ রানের মাইলফলক টপকে যান সাকিব। এতেই তৈরি হয়ে গেছে নতুন এক রেকর্ড।
কোনো এক নির্দিষ্ট দেশে ৬ হাজার রান এবং ৩০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার হয়ে গেছেন সাকিব। ক্রিকেট ইতিহাসের আর কোনো ক্রিকেটারের এমন যুগলবন্দি রেকর্ড নেই। সোমবারের ৫১ রানের ইনিংসের পর বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাট মিলে সাকিবের মোট রান ৬ হাজার ৪৫। বল হাতে উইকেট না পেলেও তার মোট শিকার ৩৩৬ উইকেট।