কুসংস্কারের বলি দুই বোন

২৬ জানুয়ারী ২০২১

ভারতের অন্ধ্রপ্রদেশে শুধু অন্ধবিশ্বাসের কারণে এক প্রিন্সিপাল এবং তার স্ত্রী নিজের দুই কন্যাকে হত্যা করেছে। অভিযুক্ত দম্পতি পদ্মজা এবং পুরুষোত্তম নাইডু অন্ধ্রপ্রদেশের শিবনগর এলাকার মাদানাপাল্লের বাসিন্দা। একজন বেসরকারি স্কুলে কাজ করেন। অপরজন আবার মহিলা কলেজের প্রিন্সিপাল।

তাদের বড় মেয়ে আলেখ্যা (২৭) ভোপাল থেকে স্নাতকোত্তর পাস করেছেন।  ছোট মেয়ে সাই দিব্যা (২২) বিবিএ পাস করেছেন। তিনি মুম্বাইয়ের এ আর রহমান মিউজিক স্কুলে পড়াশোনা করতেন। করোনাকালে ওই দম্পতি এবং তাঁদের সন্তানরা বাড়িতেই ছিলেন। 

এই শিক্ষক দম্পতি অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন। কারণ ওই দম্পতির কন্যাদের নবজন্ম হবে বলে একদিনের জন্য হলেও তাদের (মৃতদের) লাশ ঘরে রাখতে বলেছিল তারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও সংবাদ প্রতিদিন


মন্তব্য
জেলার খবর