দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক নির্মূলের কোনও বিকল্প নেই। তাই সব পর্যায়ে ডোপ টেস্টকে গতিশীল করাসহ স্থায়ী রূপ দিতে ডোপ টেস্ট কর্তৃপক্ষ গঠন করতে হবে। এ কর্তৃপক্ষ হতে পারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আদলে। সংশ্লিষ্টদেরকে এমন পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৃহস্পতিবারের (৩ মার্চ) বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শামসুল হক টুকু।
কমিটির সভাপতি শামসুল হক টুকু গণমাধ্যমকে জানিয়েছেন, এখন আইনশৃঙ্খলা বাহিনীসহ বেশ কিছু সেক্টরে ডোপ টেস্ট করা হচ্ছে। তারা চান এটা সব সেক্টরেই চালু হোক, ব্যাপক পরিসরে। মাদক নির্মূলে রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমত্যের কথাও বলেন তিনি।
এদিকে বৈঠকে ডোপ টেস্টের কিট সংকট নিয়েও আলোচনা হয়। জানানো হয়, দেশে ডোপ টেষ্ট পুরোপুরি গতি পায়নি। বৈঠকে পর্যাপ্ত কিট সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী অংশগ্রহণ করেন।
এমকে