ম্যারাডোনার সাক্ষর জাল করেছেন ডাক্তার!

২৬ জানুয়ারী ২০২১

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সাক্ষর জাল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছিলেন তাঁর ব্যক্তিগত ডাক্তার। সম্প্রতি এক তদন্তের পর এই সিদ্ধান্তে এসেছেন তদন্তকারীরা। এরপর ওই ডাক্তারের শাস্তির দাবি তুলেছেন সমর্থকরা।

গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। তার অনেক আগে থেকেই লিয়োপোল্ডো লিউক ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ম্যারাডোনার মৃত্যুর পর থেকেই তদন্তের দাবিতে সরব হয়েছিলেন তাঁর মেয়ে এবং ভক্তরা। সেই দাবি মেনে তদন্ত শুরু করে আর্জেন্টিনার স্থানীয় প্রশাসন। 

দ্য সান 


মন্তব্য
জেলার খবর