তুরস্কে নিষিদ্ধ হলো তাবিজ

২৬ জানুয়ারী ২০২১

তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয় যা দেশটিতে ‘দিয়ানাত’ বলে স্বীকৃত এক ফতোয়ার মাধ্যমে প্রায় ৫ হাজার বছর আগে থেকে চলে আসা তুরস্কে প্রচলিত একটি প্রাচীন প্রতীক (তাবিজ) ‘নজর বোনচু’ যাকে ইভিল আই বলে চিহ্নিত করা হয় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

তুরস্কের জনগণ ‘বিশ্বাস’ করে ‘নজর বনজু’ নামে নীল-সাদা প্রতীক (তাবিজ) দুষ্ট নজর থেকে সুরক্ষা দেয়। বিষয়টি তুরস্কে এতটাই জনপ্রিয় যে দেশটির সবখানে এই প্রতীক (তাবিজ) চোখে পড়ে। সেই সঙ্গে যেসব বিদেশি পর্যটক তুরস্কে আসেন তারাও দেশটি থেকে এই প্রতীক (তাবিজ) সংগ্রহ করার চেষ্টা করেন।

দুর্ভাগ্য-বদ নজর এবং হিংসাত্মক আচরণ এড়াতে ‘ইভিল আই’ তাবিজ বহুল ব্যবহার তুরস্কে। ৩ হাজার ৩০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে অঞ্চলটিতে জনপ্রিয় এ পাথর। যা দিয়ে অলংকার, তৈজসপত্র ছাড়াও বানানো হয় তসবিহ।


মন্তব্য
জেলার খবর