দৃষ্টিভঙ্গি দূর করতে হবে

২৬ জানুয়ারী ২০২১

কারিগরি শিক্ষার প্রতি অনেকেরই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এই দৃষ্টিভঙ্গি দূর করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে অর্থবহ করতে এই  শিক্ষার আরও সম্প্রসারণ এবং মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই শিক্ষার প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সচেতনতাও বাড়ানো প্রয়োজন।

সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এই কথা বলেন। মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিএমইটি, কারিগরি শিক্ষা বোর্ড এবং এলজিইডি মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এলজিইডি নির্মিত অবকাঠামোগুলোর গুণগত মান ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে দক্ষ নির্মাণ শ্রমিক গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আদলে এলজিইডি’র অধীনে একটি ‘নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমানে দেশে বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিক রয়েছে। তারা প্রশিক্ষিত হলে দেশের সম্পদ হিসেবে বিবেচিত হবে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর