দাম বাড়লো সিলিন্ডার গ্যাসের

০৩ মার্চ ২০২২

দেশের বাজারে এলপি ও অটো গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির পেছনে রাশিয়া ও ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। বর্ধিত দাম বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। তার আগে একই দিন এক অনলাইন সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বর্ধিত দাম অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকা ৫৬ পয়সা। ১ হাজার ২৪০ টাকার এ সিলিন্ডার এখন কিনতে হবে  ১ হাজার ৩৯০ টাকা দশমিক ৫৬ পয়সায়। প্রতিটি সিলিন্ডার সাড়ে ৫ কেজি  ৬৩৭, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪৪৯, ১৫ কেজি এক হাজার ৭৩৮, ১৬ কেজি এক হাজার ৮৫৪, ১৮ কেজি দুই হাজার ৮৬, ২০ কেজি ২ হাজার ৩১৮, ২২ কেজি ২ হাজার ৫৪৯, ২৫ কেজি ২ হাজার ৮৯৭, ৩০ কেজি ৩ হাজার ৪৭৬, ৩৩ কেজি ৩ হাজার ৮২৪, ৩৫ কেজি ৪ হাজার ৫৫ এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকায় কিনতে হবে এখন।

এমকে


মন্তব্য
জেলার খবর