মৃত্যুর পরের জীবন দেখার জন্য হত্যা!

২৭ জানুয়ারী ২০২১

বাবা মায়ের হাতে নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন হলেন দুই বোন। রোববার ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মাদানাপাল্লে মণ্ডলে। ওই দুই তরুণীর নাম আলেখ্য (২৭) এবং দিব্যা (২৩)।

মেয়েদের খুনের ঘটনায় অভিযুক্ত বাবা-মা হলেন ভি পদ্মজা এবং ভি পুরষোত্তম নাইডু। তাদের দু’জনের বয়সই ৫০-এর ঘরে। তারা দু’জনেই উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। পুরষোত্তম মেয়েদের একটি সরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল। রসায়নের শিক্ষক।

পদ্মজা দাবি করেন, তিনি অঙ্কে সোনার মেডেল পেয়েছিলেন। বর্তমানে আইআইটি-র একটি প্রশিক্ষণ কেন্দ্রে পড়ান। যদিও উচ্চশিক্ষা ওই দু’জনের মনের মধ্যে থাকা অন্ধবিশ্বাসকে দূর করতে পারেনি। দুই মেয়েকে খুনের আগে তাদের বাড়িতে পুঁজা হয়েছিল। 

এনডিটিভি ও আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর