দুই শিশুর কারাবাস!

২৭ জানুয়ারী ২০২১

সম্প্রতি তুরস্কে ইলিয়াদা টেকোজ নামে ৩২ বছর বয়সী এক শিক্ষিকাকে গ্রেফতারের পর ওই শিক্ষিকার দুই শিশুকেও তার সাথে জেলে পাঠানো হয়েছে। যাদের একজনের বয়স দেড় বছর আরেকজনের বয়স চার বছর।  আটক ওই শিক্ষিকা একটি মানবাধিকার সংস্থায় কাজ করতেন। 

তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ওমর ফারুক ওলু। রোববার এক সংবাদ সম্মেলনে ক্ষোভও করেন ওমর ফারুক ওলু। তিনি বলেন, 'শুধু ইলিয়াদা এবং তার দুই শিশু নয়, তুরস্কের বিভিন্ন কারাগারে এখনও ৮০০ শিশু আটক রয়েছে, যা সরাসরি সংবিধানবিরোধী কাজ। 


মন্তব্য
জেলার খবর