সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের তিন ওয়ানডে ম্যাচে যথাক্রমে- ৬ উইকেট, ৭ উইকেট ও ১২০ রানে জিতেছে টাইগাররা।
এবার টেস্ট সিরিজে দলটির মোকাবেলা করবে তামিম-মুশফিকরা। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, ওয়ানডে সিরিজের চেয়ে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক অনেক বেশি ভালো। তাই টেস্ট সিরিজে প্রতিপক্ষের বোলিং বড় হুমকির কারণ হতে পারে। দূর্বল শক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর তামিম বলেন, ‘টেস্ট ভিন্ন বলের খেলা।’
তিনি আরও বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা যে বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছি, তার চেয়ে টেস্টে তাদের বোলিং একেবারেই ভিন্ন। সেখানে তাদের ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে।’