মন্তব্য
দীর্ঘ ছয় বছর ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। জুনে ইংল্যান্ডে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা। দেশের মাটিতে আগামী গ্রীষ্মের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এ সূচি অনুযায়ী, ২ জুন থেকে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টটি হবে লর্ডস-এ। ১০ জুন থেকে এজবাস্টনে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
সর্বশেষ ২০১৫ সালে ইংল্যান্ড সফর করেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো নিউজিল্যান্ড।