মন্তব্য
ইউক্রেনের অসামরিকীরণ এবং তাকে একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই তার লক্ষ্য - আর এ লক্ষ্য রাশিয়া সাফল্যের সাথেই অর্জন করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাথে ফোনালাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পুতিন বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক কার্যক্রম চলবে। রুশ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ীই এগুচ্ছে। ইউক্রেন যদি আলোচনাকে বিলম্বিত করার চেষ্টা করে তাহলে রাশিয়া তার দাবির তালিকায় আরো নতুন নতুন দাবি যোগ করবে।
সূত্র : বিবিসি