মন্তব্য
বাংলাদেশ নির্বাচন কমিশন(ইসি)’র সিনিয়র সচিব মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। বিষয়টি জানা গেছে মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে।
ইসির নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে।আর রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীর। একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে বিষয়টি বলা হয়েছে।
এমআই