গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫১৫ জনের। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ৪৪৭ জন।মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত পাঁচ লাখ ৩২ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫৫ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৭৭ হাজার ৪২৬ জন। এখন পর্যন্ত ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৪ দশমিক ৮৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৯৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪০১টি। শনাক্তের হার তিন দশমিক ৫৮।মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং দুই জন নারী। বিভাগভিত্তিক ঢাকায় আট জন, চট্টগ্রামে চার জন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।
এমআই