ব্যবসায়িক স্বার্থে ভ্যাকসিন আনা হয়নি

২৭ জানুয়ারী ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে লাভবান করা বা কারও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় করোনার ভ্যাকসিন সংগ্রহ করেনি সরকার । এটা সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। অথচ অপপ্রচার, গুজব এবং বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে ভ্যাকসিন গ্রহণে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করছে এবং করোনা ক্রাইসিসকে দীর্ঘসূত্রতার দিকে ঠেলে দিচ্ছে বিএনপি । মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

 

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জনগণের মধ্যে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয়। বরং রাজনৈতিক দল হিসেবে ভ্যাকসিন ইস্যুতে গঠনমূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। তিনি  বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনও আমলে নিবে না।

 

এমআই


মন্তব্য
জেলার খবর