ফিটনেস নেই চার লাখ ৮১ হাজার গাড়ির

২৭ জানুয়ারী ২০২১

দেশে চার লাখ ৮১ হাজার ২৯টি গাড়ির ফিটনেস নেই।এই পরিসংখ্যান ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের।এসব গাড়িকে ফিটনেসের আওতায় আনার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থা, পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড ও ডাম্পিংসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদকে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের করা এই সংক্রান্ত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় তিন হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, চার হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিমি জেলা মহাসড়ক রয়েছে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর