অর্থ পাচারকারীদের নাম প্রকাশের দাবি সংসদে

২৭ জানুয়ারী ২০২১

বিদেশে অর্থ পাচার ও লুটপাটের সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশের দাবি ওঠেছে জাতীয় সংসদে।মঙ্গলবার (২৬ জানুয়ারি) চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনাকালে এই দাবি জানান বিরোধী দলের সদস্যরা।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, লুটেরা কারা? এরা কি দলে? সরকারে না আশেপাশে? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাই।  তিনি বলেন, দেশে ধনীদের আয় যেভাবে বাড়ছে, দরিদ্রদের আয় সেভাবে বাড়ছে না। ফলে আয় ব্যবধান তৈরি হচ্ছে। দেশে বর্তমানে ৩ কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র। প্রায় দুই কোটি অতিদরিদ্র রয়েছে।

 

বিভিন্ন খাতে দুর্নীতির বড় অভিযোগ উঠেছে দাবি করে ফখরুল ইমাম বলেন, চীনের সঙ্গে ২৭টি সমঝোতা স্মারকে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা এসেছে। বাস্তবে এর সামান্য বাংলাদেশে এসেছে। কত এসেছে, তা জানতে চাই। এখন শোনা যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রে কয়লা ব্যবহার করা হবে না। তাহলে এতদিন আন্দোলন চলল কেন? এর অর্থদণ্ড কত? জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। কিন্তু আমাদের অর্থনৈতিক খাত পিতা-মাতার বখে যাওয়া সন্তানের মতো। অবাধ্য সন্তানের মতো। সরল পথে আনা যাচ্ছে না।

 

জাতীয় পার্টির আরেক সদস্য রওশন আরা মান্নান বলেন, পিকে হালদারকে বিদেশ থেকে ধরে এনে কঠোর শাস্তি দেওয়া হোক। না হলে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। এ ধরনের আরও কত পিকে হালদার আছে, দুদককে তা খুঁজে বের করতে হবে।

 

এমআই


মন্তব্য
জেলার খবর